Monday, November 10, 2025

খুনের কথা স্বীকার করেছেন জানে আলম, দাবি পুলিশ সুপারের

Date:

Share post:

মগরাহাট (Mograhat Murder Case) জোড়া খুন নেট ঘটনায় নয়া মোড় খুনের কথা স্বীকার করেছেন কিন্তু মূল অভিযুক্ত জানে আলম মোল্লা (Jaane Alam Molla) রবিবার টলিগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করার পরেই সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন ডায়মন্ড হারবার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জানে আলমকে ইমারতি দ্রব্য কেনার জন্য টাকা দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মলয় মাকাল। কিন্তু জিনিস বা টাকা কিছুই ফেরত পাননি তাঁরা। টাকা ফেরতের টোপ দিয়ে ঘটনার দিন তাঁদের ডেকেছিলেন মূল অভিযুক্ত। সেখানেই প্রথমে তাঁর লাইসেন্সড আগ্নেয়াস্ত্র দিয়ে দুজনকে গুলি করা হয়। পরে মৃত্যু সুনিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। জেরায় খুনের কথা জানে আলম স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন: পুরনো হবেনা প্রেম তাই একসঙ্গে ন’জন মহিলাকে বিয়ে  করলেন ব্রাজিলিও মডেল

ধৃতকে আদালতে তুলে হেফাজাতে চাইবে পুলিশ। তাঁকে নিয়ে খুনের পুনর্নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই খুনে অভিযুক্ত জানে আলম ছাড়া আর কে কে জড়িত বা টাকা-পয়সার লেনদেন ছাড়াও আর কোনও কারণ আছে কি না সে দিকগুলোও ধৃতকে জেরা করে জানা হবে। পুলিশ সুপার জানান, সিসিটিভির ফুটেজ দেখেই বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। শনিবার রাতভর তল্লাশি করার পর রবিবার গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে জানে আলম মোল্লাকে (Mograhat Murder Case) গ্রেফতার করে পুলিশ। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর কী কী সূত্র উঠে আসে সেটাই দেখার।

এদিকে, এদিন নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। বাড়ি গিয়ে বরুণ চক্রবর্তী ও মলয় মাকাল পরিবারের সদস্যদের হাতে আড়াই লাখ টাকা করে দুটি চেক তুলে দেন সাংসদ প্রতিমা মণ্ডল। সিভিক পুলিশে কর্মরত অবস্থায় বরুণ মারা যাওয়ায় তাঁর পরিবারের একজনকে যাতে চাকরি দেওয়া হয়, সে জন্য নবান্নে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক।



spot_img

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...