Thursday, May 8, 2025

‘না থেকেও ভীষণভাবে’ কান্নুর পার্টি কংগ্রেসে রয়েছেন জ্যোতি বসু

Date:

সিপিএমের পার্টি কংগ্রেসে ঘুরে-ফিরে সেই জ্যোতি বসু। পার্টির নেতা থেকে আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতৃত্বের মুখে সেই প্রয়াত নেতার কথা । কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা ক্ষোভ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই দল এবং দলের বাইরে নেতৃত্ব জ্যোতি বসুর বক্তব্য তুলে ধরছেন। বলছেন, তিন দশক আগে থেকেই জ্যোতি বসু এই অভিযোগ করে এসেছেন। অভিযোগ এক , যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হবে। দুই, বিরোধী রাজনৈতিক দলের রাজ্যেগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যাবে না। তিন, রাজ্যের স্বার্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্তই রাজ্যের সঙ্গে আলোচনা না করে নেওয়া যাবে না।

আরও পড়ুন:রাজনৈতিক স্বার্থে ED, CBI-এর ব্যবহার: পার্টি কংগ্রেসে মমতার সুরে সরব ২ মুখ্যমন্ত্রী

ঠিক এই পরিস্থিতি ফিরে এসেছে ২০২২-এ। একই অভিযোগ তুলছেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ছাড়াও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও।পার্টি কংগ্রেসের একটি সেমিনারে বিজয়ন এবং স্ট্যালিন মোদি সরকারের স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে আনেন। দু’জনই বলেন,সেদিন যা ঘটেছিল, আজও তাই ঘটছে। ঘটনার পুনরাবৃত্তি । জ্যোতি বসু দুরদর্শি ছিলেন, তাই তিন দশক আগে আওয়াজ তুলেছিলেন। আজ আমাদের সেই একই অভিযোগ তুলতে হচ্ছে। এমনকি রাজ্যপালদের রাজনীতিকরণ নিয়ে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী এক রাজ্যপাল সম্বন্ধে মন্তব্য করেছিলেন,’ইনি গণতন্ত্রকে কলুষিত এবং পদদলিত করছেন’। আজ বাংলা থেকে কেরল কিংবা তামিলনাড়ু, সব জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলের সরকারকে নানাভাবে অপদস্ত করছেন রাজ্যপালরা।

ঘুরে-ফিরে সম্মেলন মঞ্চ থেকে সম্মেলন মঞ্চের বাইরে , জ্যোতি বসু না থেকেও না থেকেও রয়ে গিয়েছেন।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version