Sunday, August 24, 2025

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত ৬ শ্রমিক

Date:

ভোররাতে গুজরাতের বারুচে একটি রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। আহত আরও বেশ কয়েকজন। তদন্তে নেমেছে পুলিশ। ঝলসে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আর কেউ কারখানায় আটকে নেই বলেই জানা গিয়েছে। আপাতত কারখানাটি বন্ধ রাখা হয়েছে। আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে এই কারখানা।

জানা গিয়েছে, আজ, সোমবার ভোররাত প্রায় তিনটে নাগাদ দাহেজ শিল্প এলাকার একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বারুচের পুলিশ সুপার লীনা পাটিল ঘটনা প্রসঙ্গে জানান, দহেজ শিল্পাঞ্চলের এই কারখানায় ঘটনার সময় ৬ জন শ্রমিক একটি চুল্লির কাছে কাজ করছিলেন। সলভেন্ট ডিস্টিলেশন প্রক্রিয়া চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। কারখানার একাংশে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ জন শ্রমিকের।

উল্লেখ্য, এর আগে গতবছর বারুচের এই দহেজ শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং দু’জন গুরুতর জখম হয়েছিলেন। পরপর এমন ঘটনা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:Weather Forecast:চৈত্রের দাবদাহের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, নতুন বছরের আগেই কী বৃষ্টি?

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version