Saturday, August 23, 2025

আস্থাভোটে ইমরানের হারের পর শাহবাজ শরিফ যে এই পদে বসতে চলেছেন তা নিয়ে খুব বিশেষ জল্পনার অবকাশ ছিল না। প্রত্যাশামতোই সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফ(Shehabaz Sharif)। এদিন শাহবাজের দল মুসলিম লিগ(Mushlim Leage) নওয়াজের পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান সভা থেকে ওয়াকআউট করে।

জানা গিয়েছে, ইমরানের মন্ত্রিসভার সদস্য শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও দলের অন্দরে ভাঙনের আঁচ পেয়ে শেষ পর্যন্ত সভা বয়কট করেন। প্রসঙ্গত, পাকিস্তানের সুপ্রিমকোর্টের নির্দেশে শনিবার মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ইমরানের বিপক্ষে ভোট পড়েছিল ১৭৪ টি। ৩৪২ আসনের পাক সংসদে সঙ্খ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোটের। সেখানে ইমরানের দলের সদস্যদের বেশিরভাগই ভোট দেয়নি ইমরানকে। ফলস্বরুপ অতিসহজের সঙ্খ্যাগরিষ্ঠতা পেয়ে যান শাহবাজ।

আরও পড়ুন:কেশপুরে ১টি খুনের মামলায় ১২১জনকে তলব সিবিআইয়ের, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

উল্লেখ্য, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ ছিলেন পঞ্জাব প্রদেশের সব থেকে দীর্ঘ মেয়াদের মুখ্যমন্ত্রী। দাদা নওয়াজ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলাচ্ছিলেন। ২০১৮ সালের ১৩ অগস্ট তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা পদে। এবার প্রধানমন্ত্রীর আসনে বসলেন শাহবাজ শরিফ।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version