Sunday, August 24, 2025

খোশমেজাজে বাবুল: গাড়ি চালিয়ে ঘুরছেন বুথে বুথে, গাইছেন মান্না দে’র গান

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচন। তবে ভোটের প্রার্থী বলে বাড়ি টেনশন নিতে নারাজ তৃণমূলের বাবুল সুপ্রিয়। ঠাণ্ডা মাথায় সকাল থেকে নিজের কেন্দ্র বালিগঞ্জের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী। নিজেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক বুথ থেকে অন্য বুথে। এদিন সবচেয়ে প্রথমে তিনি লেডি ব্রেবোর্ন কলেজের বুথে যান। সেখানে তিনি বলেন, বাবুল, “সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পথই হল তৃণমূলকে একটা ভাল ব্যবধানে জেতানো।” নিজেকে “ওয়াফাদার” দাবি করে বাবুল ফের বলেন, “যখন যে দলে থাকি, সেই দলটি মন দিয়ে করি। আমি বিজেপি করবো না ঠিক করে ফেলেছিলাম। ওরা বাংলার ও বাংলার মানুষকে গুরুত্ব দেয় না।” এদিন খোশমেজাজে বাবুলকে মান্না দে’র গান গাইতেও দেখা যায়।

আরও পড়ুন:‘মারের বদলা মার,’ পুলিশকে হুমকি! বারবার কেন বিতর্কে অগ্নিমিত্রা পল?

এদিন লেডি ব্রেবোর্ণ কলেজের বুথে সকালে দেখা হল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামানের। দিনের শুরুতে দেখা গেল সৌজন্য বিনিময়ের ছবি। দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন দুই প্রার্থী। প্রায় ৬০ শতাংশ ভোটদানের হার থাকবে বলে মনে করছেন বাবুল সুপ্রিয়।

অন্যদিকে, বালিগঞ্জের বিভিন্ন বুথে সকাল থেকেই ইভিএম বিকল হওয়ার খবর মিলছে। বালিগঞ্জের সেইফি হল স্কুলে ৬৩ নং ওয়ার্ডে ইভিএম খারাপ। ভোট শুরুর একঘণ্টা হয়ে গেলেও মেশিন পাল্টানো হয়নি বলে অভিযোগ। ভোটাররা এসে ফিরে যাওয়ার খবর জানা গেছে এই বুথে। এ বিষয়ে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বলেন, “এসব কী হচ্ছে? কিছু কিছু জায়গায় মেশিন খারাপ। ভোটাররা ফিরে যাচ্ছে। একবার মেশিন পালটানোর পর ফের একই বিষয়। বুঝতে পারছি না।”


কেয়ার আরও অভিযোগ, কিছু বুথের মধ্যে কলকাতা পুলিশ ঢুকেছে। বালিগঞ্জের পাঠভবন ও মর্ডান হাই স্কুলের বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের। অন্যদিকে, কাল থেকেই বুথে বুথে ঘুরছেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...