Friday, January 30, 2026

খোশমেজাজে বাবুল: গাড়ি চালিয়ে ঘুরছেন বুথে বুথে, গাইছেন মান্না দে’র গান

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচন। তবে ভোটের প্রার্থী বলে বাড়ি টেনশন নিতে নারাজ তৃণমূলের বাবুল সুপ্রিয়। ঠাণ্ডা মাথায় সকাল থেকে নিজের কেন্দ্র বালিগঞ্জের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী। নিজেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক বুথ থেকে অন্য বুথে। এদিন সবচেয়ে প্রথমে তিনি লেডি ব্রেবোর্ন কলেজের বুথে যান। সেখানে তিনি বলেন, বাবুল, “সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর পথই হল তৃণমূলকে একটা ভাল ব্যবধানে জেতানো।” নিজেকে “ওয়াফাদার” দাবি করে বাবুল ফের বলেন, “যখন যে দলে থাকি, সেই দলটি মন দিয়ে করি। আমি বিজেপি করবো না ঠিক করে ফেলেছিলাম। ওরা বাংলার ও বাংলার মানুষকে গুরুত্ব দেয় না।” এদিন খোশমেজাজে বাবুলকে মান্না দে’র গান গাইতেও দেখা যায়।

আরও পড়ুন:‘মারের বদলা মার,’ পুলিশকে হুমকি! বারবার কেন বিতর্কে অগ্নিমিত্রা পল?

এদিন লেডি ব্রেবোর্ণ কলেজের বুথে সকালে দেখা হল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামানের। দিনের শুরুতে দেখা গেল সৌজন্য বিনিময়ের ছবি। দেখা হতেই একে অপরের দিকে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন দুই প্রার্থী। প্রায় ৬০ শতাংশ ভোটদানের হার থাকবে বলে মনে করছেন বাবুল সুপ্রিয়।

অন্যদিকে, বালিগঞ্জের বিভিন্ন বুথে সকাল থেকেই ইভিএম বিকল হওয়ার খবর মিলছে। বালিগঞ্জের সেইফি হল স্কুলে ৬৩ নং ওয়ার্ডে ইভিএম খারাপ। ভোট শুরুর একঘণ্টা হয়ে গেলেও মেশিন পাল্টানো হয়নি বলে অভিযোগ। ভোটাররা এসে ফিরে যাওয়ার খবর জানা গেছে এই বুথে। এ বিষয়ে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বলেন, “এসব কী হচ্ছে? কিছু কিছু জায়গায় মেশিন খারাপ। ভোটাররা ফিরে যাচ্ছে। একবার মেশিন পালটানোর পর ফের একই বিষয়। বুঝতে পারছি না।”


কেয়ার আরও অভিযোগ, কিছু বুথের মধ্যে কলকাতা পুলিশ ঢুকেছে। বালিগঞ্জের পাঠভবন ও মর্ডান হাই স্কুলের বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের। অন্যদিকে, কাল থেকেই বুথে বুথে ঘুরছেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...