Saturday, August 23, 2025

কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ সকাল থেকেই শুরু হল রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচন। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ১৩৩ কোম্পানী ও পাঁচ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রে ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন:রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে উপনির্বাচন, কড়া নিরাপত্তা কমিশনের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়াতেই ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে । সেখানে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিন‌্হা। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরপর দু’বার সাংসদ পদে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, রাজ্যের দীর্ঘ দিনের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি বালিগঞ্জ বিধানসভা আসনটি । এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। দুই আসনেই জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল শিবির।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর । ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।

অন্যদিকে , বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ রয়েছে। ৬০টি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়া বকিগুলিতে থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। নিরাপত্তার মোতায়েন থাকবে ১৭ কোম্পানী আধা সেনা। এছাড়াও রয়েছেন মাইক্রো অবজার্ভার। বালিগঞ্জে মোট আড়াই লক্ষ ভোটার বেছে নেবে তাঁদের প্রতিনিধিকে।
প্রসঙ্গত, ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত দুই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version