Monday, August 25, 2025

বিজেপির ‘প্ররোচনা’ সত্ত্বেও উপনির্বাচন শান্তিপূর্ণ: ‘ছাপ্পা’ অভিযোগে সুকান্তকে তোপ কুণালের

Date:

বিজেপি(BJP) ও বিরোধিদের বিভিন্ন প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে দুই কেন্দ্রের উপনির্বাচন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি এমন্টাই জানালেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের ক্যাডারের মত ব্যবহার করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে বলে যে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) তুলেছেন তারও পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “আসানসোলের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে নিজের ব্যক্তিগত কর্মীর মতো ব্যবহার করেছেন। ওনার কিছু বলার থাকলে কমিশনকে জানাতে পারতেন। বালিগঞ্জ কেন্দ্রেও একই ঘটনা ঘটেছে। পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। এসব সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও প্রোরোচনায় পা দেননি। বিজেপি প্রার্থী যাকে নিয়ে ঘুরছেন তাকে নিয়ে মানুষের ক্ষোভ। ওরা খবরে আসতে চেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও প্রোরোচনায় পা দেয়নি। দুই কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই হয়েছে উপনির্বাচন।” পাশাপাশি, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তরফে ‘পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে’ অভিযোগ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “কেন উনি বলবেন পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে? কেন বলবেন? যদি তা হয়ে থাকে ফুটেজ কোথায়? দেখাতে পারবেন কি? যদি অভিযোগ থাকে কমিশনকে গিয়ে বলুন। পুলিশ থাকলেও দোষ, না থাকলেও দোষ। চাইছেন কী আপনারা? তবে বালিগঞ্জ ও আসানসোলে বিজেপির নাটক সত্ত্বেও ভোট শান্তিপূর্ণ হয়েছে।”

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version