Thursday, August 28, 2025

PNB মামলায় বড় সাফল্য, নীরবের ‘ডানহাত’ সুভাষকে দেশে ফেরাল CBI

Date:

পিএনবি ব্যাঙ্ক(PNB Bank) জালিয়াতি মামলায় এবার বড় সাফল্য পেল সিবিআই(CBI)। ঋণ খেলাপি মামলায় মিশর থেকে দেশে ফেরানো হল অন্যতম অভিযুক্ত তথা নীরব মোদির(Nirav Modi) ডান হাত সুভাষ পরবকে (Subhash Parab)। জানা গিয়েছে, মঙ্গলবার কায়রো থেকে মুম্বই প্রত্যার্পন করা হয়েছে অভিযুক্তকে।

সিবিআই সুত্রে জানা গিয়েছে, পিএনবি কেলেঙ্কারি মামলায় মূল অভিযুক্ত নীরব মোদির (Nirav Modi) অলঙ্কার সংস্থার ডেপুটি ম্যানেজার ছিল সুভাষ। তাঁর হাত দিয়েই কোটি কোটি টাকার লেনদেন করত নীরব। ফলস্বরুপ এই কেলেঙ্কারি মামলার অন্যতম সাক্ষি এই অভুযুক্ত। পিএনবি সহ একাধিক ব্যাঙ্কে জালিয়াতির পর ২০১৮ সালে দেশ ছেড়ে মিশর পালায় সুভাষ। তাঁকে ফের দেশে ফিরিয়ে আনা সিবিআইয়ের জন্য অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Wriddhiman: চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা :সূত্র

অন্যদিকে লন্ডন থেকে মুল অভিযুক্ত নীরব মোদিকে দেশে ফেরাতেও শুরু হয়ে গিয়েছে জোর কদমে তৎপরতা। ২০১৯ সালে লন্ডনে একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হয়েছিল নীরব। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে। তারপর থেকেই ব্রিটেনের মুখ্য সচিবের অনুমতির অপেক্ষায় ছিল ভারত। পরবর্তীতে সেই অনুমতিও মেলে। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল (Priti Patel) নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন। তারপরই কোটি কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্ত এই অলঙ্কার ব্যবসায়ীকে প্রত্যর্পণের ব্যাপারে আশা দেখছিল ভারত। তবে ভারতীয় জেলের মান এবং বিচারব্যবস্থার উপর অনাস্থা দেখিয়ে ব্রিটেনের হাই কোর্টে পালটা আবেদন জানিয়েছিলেন নীরব। সেই মামলার এখন বিচার চলছে।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version