বোলপুরের নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএমে (SSKM) স্থানান্তরিত করা হল। বোলপুরে (Bolpur) নাবালিকাকে গণধর্ষণে ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্য, নির্যাতিতার বাবা-সহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে আদালত।
নির্যাতিতার মাসতুতো দিদির অভিযোগ, ধৃত পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা। সেই টাকা শোধ দিতে না পারে ৩১ মার্চ ওই নেতার কাছে মেয়েকে দিয়ে আসেন বাবা। পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের দুই বাসিন্দাও ওই নাবালিকাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। মঙ্গলবার বোলপুর থানায় নির্যাতিতার মাসতুতো দিদি অভিযোগ দায়ের করলে, পুলিশ পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে।
ঘটনায় ৩৭৬ডি (গণধর্ষণ), ৫০৬ (হুমকি), তফশিলি জাতি-উপজাতি আক্রমণ প্রতিরোধ আইন এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। বীরভূমের (Birbhum) পুলিশ সুপার (Police Super) নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, মেয়েটি হাসপাতালে ভর্তি। একাধিক ধারায় মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- বহু প্রতীক্ষিত অনীক দত্তের ছবি ‘অপরাজিত’র পোস্টার প্রকাশিত হল