হাঁসখালি কাণ্ডের তদন্তে জেলা পুলিশের কাছে FIR কপি চাইল CBI

হাইকোর্টের নির্দেশ অনুসারে হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তভার নিল সিবিআই। বুধবার জেলা পুলিশের  কাছে মেইল করে ঘটনার FIR কপি ইতিমধ্যেই চাওয়া হয়েছে।  এদিকে সিবিআই তদন্ত ছাড়াও বিজেপির তরফে ধর্ষণকাণ্ডের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে।


আরও পড়ুন: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা বেহালায়


প্রসঙ্গত, হাঁসখালি কাণ্ডে পুলিশি তদন্তে একাধিক খামতির কথা উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। মৃতার পরিবার এবং স্থানীয়দের আস্থা ফেরাতে নাবালিকার গণধর্ষণ এবং খুনের মামলায় গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তের প্রাথমিক রিপোর্ট ২ মে হাইকোর্টে জমা দেবে সিবিআই।

Previous articleএলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা বেহালায়
Next articleহাঁসখালির ঘটনাকে ‘রাজনৈতিক ইস্যু’ করতে মরিয়া বিজেপি,তৈরি হল ফ্যাক্ট ফাইন্ডিং টিম