Wednesday, August 27, 2025

হাওড়ার (Howrah) জগাছার রামরাজাতলায়(Ramrajatala) কানাইলাল ভট্টাচার্য কলেজে(Dr. Kanailal Bhattacharyya College) দুই ছাত্র পরিষদের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, আহত ৩। প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র সংগঠনের (Students Union)দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে বিবাদের জেরে প্রথমে বচসা এবং পরবর্তীতে ধুন্ধুমার কলেজ চত্বর।ঘটনার জেরে কলেজে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি এমন জায়গায় পৌছয় যে কলেজ(College) বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

ফারাক্কায় ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতি! ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত ৩ দুষ্কৃতী

সূত্র মারফত জানা যায়, বুধবার কলেজের পুরনো ও নতুন দুই ছাত্র ইউনিটের মধ্যে বিবাদ হাতাহাতিতে পোঁছায়। তার জেরেই বেশ কয়েকজন ছাত্র আহত হন বলে অভিযোগ। উল্লেখ্য এই কলেজে রয়েছে দুটি ছাত্র ইউনিট। একটি আগের ও অন্যটি কলেজের অধ্যক্ষের তৈরি নতুন ইউনিট। গত কয়েকদিন ধরেই নতুন ইউনিটের সদস্যরা পুরনো ছাত্র ইউনিটের সভাপতিকে পদত্যাগ করতে চাপ দিতে থাকে বলে অভিযোগ। এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কলেজের এক পড়ুয়া জানিয়েছেন আজ দুই ইউনিটের সবাই কলেজে আসে।তাঁদের এক সতীর্থ কলেজের বাইরে খাবার খেতে গেলে সেই সময়ে তাঁকে একা পেয়ে মারধর করা হয় । তিনি বলছেন ছাত্র সংসদের সভাপতি পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁকেও আক্রান্ত হতে হয়। এমনকি ছাত্রীদের সঙ্গেও চলে ধস্তাধস্তি বলে অভিযোগ। এরপরেই দুই ছাত্র ইউনিটের মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগাছা থানার পুলিশ বাহিনী। এই ঘটনার জেরে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষাঙ্গনে এমন ঘটনা সত্যিই অনভিপ্রেত। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

কয়লামন্ত্রীর নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ‘গুণধর’ পিতা-পুত্র

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version