Sunday, November 9, 2025

গোমাংস বিক্রির গুজব, দিল্লিতে যুবককে পিটিয়ে খুন গোরক্ষকদের

Date:

ফের প্রকাশ্যে এল গোরক্ষকদের তাণ্ডবের কথা। এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি। জানা গিয়েছে গোমাংস বিক্রির অভিযোগে এক ফার্ম হাউসের কেয়ারটেকারকে পিটিয়ে খুন করেছে তথাকথিত কিছু গোরক্ষক। যদিও মৃতের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ। তিনি কোনওদিনই গোমাংস বিক্রি করতেন না। এ ধরনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন না। অযথাই গুজব ছড়িয়ে তাঁর স্বামীকে পিটিয়ে মারা হয়েছে।

সোমবার রাতে দিল্লির দােয়ারকা এলাকার বাসিন্দা রাজারাম নামে ওই কেয়ারটেকারের উপর ১০-১৫ জন দুষ্কৃতীর একটি দল হামলা চালায়। প্রকাশ্যেই রাজারামকে পিটিয়ে মারে ওই গোরক্ষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও রাজারামকে বাঁচানো যায়নি। এ ঘটনার পর দুদিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি। শুধুমাত্র কয়েজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় ধরে দোয়ারকা অঞ্চলে এক চিকিৎসকের ফার্মহাউসে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন রাজারাম। ৪ সন্তান এবং স্ত্রীকে নিয়ে রাজারামের ৬ জনের সংসার। তবে নিজেদের নাম গোপন করে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রাজারাম ফার্মহাউসের ভিতরে গোপনে গোহত্যা করতেন এবং লুকিয়ে বিক্রি করতেন সেই মাংস। বেশ কয়েকদিন ধরেই এলাকায় রাজারামের বিরুদ্ধে গোমাংস বিক্রির কথা ছড়িয়ে পড়েছিল। তার পরেই সোমবার রাতে রাজারামের উপর হামলা হয়।

যদিও রাজারামের স্ত্রী পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি রাজারাম দীর্ঘ এক বছর ধরে লিভারের সমস্যায় ভুগছেন। কেয়ারটেকারের কাজ করে মাসে হাজার চারেক টাকা রোজগার করতেন তাঁর স্বামী। যে কারণে তাঁর ১৬ বছর বয়সি বড় ছেলেকেও কাজে লাগিয়েছেন। স্বামী ও ছেলের আয়ে কোনওভাবে তাঁদের সংসার চলত। তাই স্বামীর মৃত্যুতে কিভাবে তাঁর সংসার চলবে তা তিনি বুঝতে পারছেন না।

আরও পড়ুন- আত্মীয়-বন্ধু সমাগমে তারকাখচিত রণবীর-আলিয়ার মেহেন্দি-সঙ্গীত

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version