মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী রইল রাজস্থান। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ ৫ জন। আহত কমপক্ষে ১৩। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
আরও পড়ুন:শুরু কাউন্টডাউন! আজই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া
ট্যুইটে রাজস্থানের মুখ্যমন্ত্রী লেখেন, ‘উদয়পুরে পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উদয়পুর-ঝাদোল সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’
পুলিশ সূত্রের খবর, উদয়পুরের নই থালা এলাকায় নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরই খাদে পড়ে যায় যাত্রীসমেত বাসটি। এরপরই মৃত্যু হয় পাঁচজনের। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।
