Friday, November 14, 2025

বারপুজো, অভিনব জার্সি-লোগো নিয়ে আজ অভিষেকের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ

Date:

“বন্ধ থাক রাজনীতি। রাজনৈতিক বিভেদ। আগামী ২০ দিন শুধু হোক খেলা। ফুটবল খেলা। রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুটবলকে সামনে রেখে আসুন আমরা ভ্রাতৃত্বের, মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করি। ফুটবল বাঙালির আবেগ। খেলায় কেউ জেতে কেউ হারে। যে ভাল খেলবে সে জিতবে। যে হারবে সে আগামী বছর খেলবে।” ১০ ডিসেম্বর, ২০২১। অনুষ্ঠান, ডায়মন্ড হারবারে ‘এমপি কাপ’-এর উদ্বোধন। বক্তা, এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান থেকে অভিষেক দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, এবার কলকাতা ফুটবল লিগে খেলবে ডায়মন্ড হারবার ক্লাব। যেমন কথা, তেমন কাজ। আজ বাঙালির পয়লা বৈশাখ আনুষ্ঠানিক ভাবে ডায়মন্ড হারবার ক্লাব নব কলেবরে আবির্ভূত হতে চলেছে।


আরও পড়ুন:Weather Forecast:বর্ষ শুরুর প্রথম দিনেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল ডায়মন্ড হারবার ক্লাব। এবার বাস্তবায়িত হচ্ছে সেই উদ্যোগ। ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব।

তার আগে ৩৫ সেকেন্ডের টিজার উদ্বোধন হয়েছে। আকর্ষণীয় সেই টিজারে দেখা যাচ্ছে, ফুটবলে শট মারছেন অভিষেক। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ পয়লা বৈশাখে বাটানগর ফুটবল গ্রাউন্ডে বার পুজোর আয়োজন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কর্তৃপক্ষ। এই মাঠ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। এই শুভদিনে ক্লাবের নতুন জার্সির পাশাপাশি লোগোর উন্মোচন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁদের তৈরি ডিজাইনে জার্সি ও লোগো হচ্ছে, তাঁদের বিশেষ সম্মান দেবেন অভিষেক।

ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। দক্ষিণ ২৪ পরগনার বাটানগর মাঠকেই হোম গ্রাউন্ড করেই ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব। তার আগে আজ বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির নস্টালজিক ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version