Mamata Banerjee: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

আজ পয়লা বৈশাখ। ১৪২৮-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা।বছরের প্রথম দিনেই ট্যুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন: বারপুজো, অভিনব জার্সি-লোগো নিয়ে আজ অভিষেকের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ


ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ”শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।”


প্রসঙ্গত, বৃহস্পতিবার নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্কাইওয়াকের কাজ কতটা এগিয়েছে সেটাও দেখেন তিনি। পরে, রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকলের বছর ভালো কাটুক এই মঙ্গল কামনাতেই তিনি পুজো দিয়েছেন বলে জানান।

Previous articleবারপুজো, অভিনব জার্সি-লোগো নিয়ে আজ অভিষেকের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ
Next articleBelur Math:নববর্ষের দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ