আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) বহিরাগত বলে দুষেছিল গেরুয়া শিবির। উপনির্বাচনে জয় পেতে প্রবল ছোটাছুটি করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল (Agnimitra Paul)। কিন্তু, গত দু’বারের জেতা কেন্দ্রে ধরাশায়ী বিজেপি। শত্রুঘ্ন সিনহা আসানসোলে প্রথমবারের জন্য শুধু জোড়া-ফুলই ফোটালেন না, জিতলেন রেকর্ড ভোটেও। ৩ লক্ষেরও বেশি ভোটে আসানসোলে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে শত্রুঘ্ন সিনহা। তবে গো-হারা হেরে মোদির (Narendra Modi) কাছে দুঃখপ্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

আরও পড়ুন: চব্বিশের ভোটে খেলা ঘোরাবেন জানদার, শানদার, দমদার নেত্রী মমতাই: জয়ের পর শত্রুঘ্ন

টুইট করে মোদিকে (PM Narendra Modi) ট্যাগ করে অগ্নিমিত্রা (Agnimitra Paul) লেখেন, “দুঃখিত নরেন্দ্র মোদি স্যর। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেও আপনাকে আসানসোল আসনটা দিতে পারলাম না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করেছি। আমার লড়াই চলবে স্যার।”

Sorry @narendramodi Sir..
I tried my best but couldn’t give you this seat….My war is to save Democracy in West Bengal
Democracy has been murdered in West Bengal
My war is on Sir✊
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) April 16, 2022
১৯৫৭ থেকে ২০২২ সাল। আসানসোল লোকসভা আসনে নির্বাচন হয়েছে ১৮ বার। এর মধ্যে ২০০৫ ও ২০২২ দু’বার উপনির্বাচন হয়েছে। আর এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Poll) তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।