Tuesday, August 26, 2025

বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

Date:

আসানসোল(Asansol) লোকসভা, বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা দেশে আজ মোট ৫ টি কেন্দ্রের উপনির্বাচনের(byPoll election) ফল প্রকাশ্যে এসেছে। আর এই উপনির্বাচনে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) বেহাল অবস্থা। রাজ্যের দুই কেন্দ্রে লজ্জার হারতো বটেই, দেশব্যাপী ৫ কেন্দ্রে শূন্য পেল বিজেপি। দেশব্যপী ৪টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে খাতাই খুলতে পারলো না বিজেপি ও তার জোট সঙ্গীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার বাইরে তিনটি রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার আর এই তিনটি জায়গাতেই অত্যন্ত খারাপ অবস্থা বিজেপির। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনে জয়ের পথে কংগ্রেস প্রার্থী, ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস। শুধু তাই নয়, বিহারের একটি আসনের উপনির্বাচনে শাসক বিজেপিকে হারিয়ে দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি (RJD)। বিহারে বিজেপির শরিকি কোন্দলের মধ্যে আরজেডির এই জয়ও বেশ তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় এখানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ধারেপাশে ঘেঁষতে পারেনি বিজেপি প্রার্থী। ২০ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। খাতায়-কলমে এখানে বিজেপি দ্বিতীয় স্থান ধরে রাখলেও ফলাফলের ব্যবধান বিশাল। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথমবার এখানে জয় পেল তৃণমূল।

আরও পড়ুন:বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ: ২ কেন্দ্রের জয়ের পরে ধন্যবাদ জানিয়ে টুইট অভিষেকের

তবে বিজেপির এই লজ্জার হারের পেছনে রাজনৈতিক মহলের দাবি, ৫ রাজ্যে নির্বাচনের আগে বিজেপি যে ‘জনদরদি’ মুখোশটা পরেছিল, নির্বাচন শেষ হওয়ার পর তা খসে পড়েছে। জনবিরোধী নীতির জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে হুড়মুড়িয়ে। অথচ আশ্চর্যজনক ভাবে ভয়াবহ এই মূল্যবৃদ্ধিতে নজিরবিহীনভাবে উদাসীন কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই ৫ কেন্দ্রের উপনির্বাচনে পর্যুদস্ত হতে হল গেরুয়া শিবিরকে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version