Thursday, August 21, 2025

নববর্ষে রাজ্যবাসীকে নয়া সিনেমা হল উপহার দিতে চলেছে রাজ্য সরকার। নন্দনের মতোই এবার নতুন একটি সরকারি সিনেমা হল তৈরি হচ্ছে টলিপাড়ায়। নতুন ছবিঘরে নন্দনের মতোই টিকিট কেটে সিনেমা দেখা যাবে। টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের ঠিক পাশেই তৈরি হচ্ছে এই সরকারি সিনেমা হল প্রস্তুতি একেবারে তুঙ্গে। সব ঠিক থাকলে ৬ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিনেমা হলের শুভ উদ্বোধন করবেন। সরকারের তরফে এই ঘোষণা করতেই, স্বাভাবিকভাবেই, খুশির হাওয়া টলিপাড়ার অন্দরমহলে।

সূত্রের খবর, চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে ১৫২ আসন বিশিষ্ট নতুন হলের পথচলা শুরু হতে চলেছে ৬ মে। তার আগে ২৬ এপ্রিল শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। এর আগেও চলচ্চিত্র উৎসবে ব্যবহার করা হয়েছে এই হল। চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের বহু সিনেমা দেখানো হবে এই হলে।

কিছুদিন আগে পর্যন্ত অবশ্য সিনেমার কলাকুশলীদের টিকাকেন্দ্র হিসাবেই ব্যবহার হয়েছে এই প্রেক্ষাগৃহ। সেই ভ্যাকসিন সেন্টারই এখন হয়ে যাচ্ছে টালিগঞ্জ টকিজ। নবান্ন সূত্রের খবর, দু’টো, পাঁচটা ও সাতটার শোয়ে এখানে সিনেমা চলবে। বাণিজ্যিক শো তো থাকছেই, সঙ্গে সকাল থেকে দুপুর দু’টো পর্যন্ত সিনেমা প্রিভিউয়ের ব্যবস্থা। মুক্তির আগে সিনেমার পরিচালক প্রযোজকরা এখানে তাঁদের ছবি দেখে নিতে পারবেন। পরিচালকদের একাংশের পর্যবেক্ষণ, ছবিতে ভুলত্রুটি থাকলে অনেকসময় ছোট মনিটরে বোঝা যায় না। বড় পর্দায় প্রিভিউ সে সমস্যা ঘোচাবে। পাশাপাশি এখানে ফিল্ম-পাঠের শিক্ষানবিশরা বিভিন্ন ছবি দেখতে পারবেন।

আরও পড়ুন- KIFF 2022: শিশির মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version