Monday, May 19, 2025

ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের তদন্তকারী ছয় আধিকারিককে লালবাজারে ডাকলেন দময়ন্তী সেন

Date:

মালদহের ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণকাণ্ডের তদন্তকারী ছয় পুলিশ আধিকারিককে লালবাজারে ডেকে পাঠালেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস দময়ন্তী সেন। আজ শনিবার বিকেল চারটের সময় তাদের সকলকে লালবাজারে উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দেগঙ্গা, মাটিয়া, বাঁশদ্রোণীর পাশাপাশি ইংরেজবাজার ধর্ষণের মামলার তদন্তের উপর নজরদারির দায়িত্ব

দিয়েছে দময়ন্তী সেনকে। সেই দায়িত্বেরই অঙ্গ হিসেবে এদিন ৬ পুলিশ আধিকারিককে ডেকে পাঠালেন দময়ন্তী। দময়ন্তী এদিন ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন বলে জানা গিয়েছে।

ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার, আইসি এবং এসডিপিও-কে তলব করা হয়েছে। এছাড়া দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের দুই তদন্তকারী আধিকারিককেও ডেকে পাঠানো হয়েছে। শনিবার বিকেল চারটের মধ্যে লালবাজারে আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

 

গত ২৭মার্চ ইংরেজ বাজারের শোভানগর এলাকায় বাড়িতে ঢুকে দশম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version