Wednesday, November 12, 2025

ইভেন্ট ম্যানেজার শুভেন্দু-মালব্যদের মানুষ প্রত্যাখ্যান করেছে: লজ্জার হারে কোন্দল বিজেপিতে

Date:

সময় যত গড়াচ্ছে বিজেপি(BJP) অন্দরের কোন্দল ততই তীব্র হয়ে উঠেছে। একের পর এক নির্লজ্জ হার প্রশ্ন তুলছে বঙ্গে বিজেপি অস্তিত্ব নিয়ে। এরই মাঝে বঙ্গ বিজেপিকে ধ্বংস করতে রাজ্য শীর্ষ নেতৃত্ব উঠে পড়ে লেগেছে এমনটাই অভিযোগ তুলল আদি বিজেপি বর্গ।

বঙ্গ বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ আদি বিজেপি টুইট করে রীতিমত তোপ দেগেছেন শীর্ষ নেতৃত্বদের। শনিবার দুই নির্বাচনী কেন্দ্রে বিজেপির হার কার্যত নিশ্চিত হওয়ার পর ‘সেভ বিজেপি বেঙ্গল’-এর তরফে টুইট করে লেখা হয়েছে, “অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডারা আর কবে বুঝবেন ‘ব্যর্থদের দল’ শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী এনারা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজার। এদেরকে বিজেপির কর্মী বর্গ এবং ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। এনারা বিজেপিকে আইসিইউ-তে পাঠিয়ে দিয়েছেন।” এই টুইট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির ভঙ্গুর দশা আরো বেশি করে স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রসঙ্গত শনিবার রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচনী ফলাফল অনার কাজ চলছে। সেখানেই বিজেপির বেহাল ছবিটা কার্যত স্পষ্ট। শেষ পাওয়া খবরে, বিজিপির গড় হিসেবে পরিচিত আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের চেয়ে প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা একেবারে শেষে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির দুরবস্থার পরই রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে নিচুতলার নেতা-কর্মীরা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version