Monday, May 19, 2025

ইভেন্ট ম্যানেজার শুভেন্দু-মালব্যদের মানুষ প্রত্যাখ্যান করেছে: লজ্জার হারে কোন্দল বিজেপিতে

Date:

সময় যত গড়াচ্ছে বিজেপি(BJP) অন্দরের কোন্দল ততই তীব্র হয়ে উঠেছে। একের পর এক নির্লজ্জ হার প্রশ্ন তুলছে বঙ্গে বিজেপি অস্তিত্ব নিয়ে। এরই মাঝে বঙ্গ বিজেপিকে ধ্বংস করতে রাজ্য শীর্ষ নেতৃত্ব উঠে পড়ে লেগেছে এমনটাই অভিযোগ তুলল আদি বিজেপি বর্গ।

বঙ্গ বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ আদি বিজেপি টুইট করে রীতিমত তোপ দেগেছেন শীর্ষ নেতৃত্বদের। শনিবার দুই নির্বাচনী কেন্দ্রে বিজেপির হার কার্যত নিশ্চিত হওয়ার পর ‘সেভ বিজেপি বেঙ্গল’-এর তরফে টুইট করে লেখা হয়েছে, “অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডারা আর কবে বুঝবেন ‘ব্যর্থদের দল’ শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী এনারা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজার। এদেরকে বিজেপির কর্মী বর্গ এবং ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। এনারা বিজেপিকে আইসিইউ-তে পাঠিয়ে দিয়েছেন।” এই টুইট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির ভঙ্গুর দশা আরো বেশি করে স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রসঙ্গত শনিবার রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচনী ফলাফল অনার কাজ চলছে। সেখানেই বিজেপির বেহাল ছবিটা কার্যত স্পষ্ট। শেষ পাওয়া খবরে, বিজিপির গড় হিসেবে পরিচিত আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের চেয়ে প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা একেবারে শেষে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির দুরবস্থার পরই রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে নিচুতলার নেতা-কর্মীরা।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version