Thursday, December 4, 2025

ইভেন্ট ম্যানেজার শুভেন্দু-মালব্যদের মানুষ প্রত্যাখ্যান করেছে: লজ্জার হারে কোন্দল বিজেপিতে

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে বিজেপি(BJP) অন্দরের কোন্দল ততই তীব্র হয়ে উঠেছে। একের পর এক নির্লজ্জ হার প্রশ্ন তুলছে বঙ্গে বিজেপি অস্তিত্ব নিয়ে। এরই মাঝে বঙ্গ বিজেপিকে ধ্বংস করতে রাজ্য শীর্ষ নেতৃত্ব উঠে পড়ে লেগেছে এমনটাই অভিযোগ তুলল আদি বিজেপি বর্গ।

বঙ্গ বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ আদি বিজেপি টুইট করে রীতিমত তোপ দেগেছেন শীর্ষ নেতৃত্বদের। শনিবার দুই নির্বাচনী কেন্দ্রে বিজেপির হার কার্যত নিশ্চিত হওয়ার পর ‘সেভ বিজেপি বেঙ্গল’-এর তরফে টুইট করে লেখা হয়েছে, “অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডারা আর কবে বুঝবেন ‘ব্যর্থদের দল’ শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী এনারা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজার। এদেরকে বিজেপির কর্মী বর্গ এবং ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। এনারা বিজেপিকে আইসিইউ-তে পাঠিয়ে দিয়েছেন।” এই টুইট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির ভঙ্গুর দশা আরো বেশি করে স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রসঙ্গত শনিবার রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচনী ফলাফল অনার কাজ চলছে। সেখানেই বিজেপির বেহাল ছবিটা কার্যত স্পষ্ট। শেষ পাওয়া খবরে, বিজিপির গড় হিসেবে পরিচিত আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের চেয়ে প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা একেবারে শেষে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির দুরবস্থার পরই রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে নিচুতলার নেতা-কর্মীরা।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...