Thursday, August 21, 2025

ইভেন্ট ম্যানেজার শুভেন্দু-মালব্যদের মানুষ প্রত্যাখ্যান করেছে: লজ্জার হারে কোন্দল বিজেপিতে

Date:

সময় যত গড়াচ্ছে বিজেপি(BJP) অন্দরের কোন্দল ততই তীব্র হয়ে উঠেছে। একের পর এক নির্লজ্জ হার প্রশ্ন তুলছে বঙ্গে বিজেপি অস্তিত্ব নিয়ে। এরই মাঝে বঙ্গ বিজেপিকে ধ্বংস করতে রাজ্য শীর্ষ নেতৃত্ব উঠে পড়ে লেগেছে এমনটাই অভিযোগ তুলল আদি বিজেপি বর্গ।

বঙ্গ বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ আদি বিজেপি টুইট করে রীতিমত তোপ দেগেছেন শীর্ষ নেতৃত্বদের। শনিবার দুই নির্বাচনী কেন্দ্রে বিজেপির হার কার্যত নিশ্চিত হওয়ার পর ‘সেভ বিজেপি বেঙ্গল’-এর তরফে টুইট করে লেখা হয়েছে, “অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডারা আর কবে বুঝবেন ‘ব্যর্থদের দল’ শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী এনারা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজার। এদেরকে বিজেপির কর্মী বর্গ এবং ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। এনারা বিজেপিকে আইসিইউ-তে পাঠিয়ে দিয়েছেন।” এই টুইট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির ভঙ্গুর দশা আরো বেশি করে স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রসঙ্গত শনিবার রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচনী ফলাফল অনার কাজ চলছে। সেখানেই বিজেপির বেহাল ছবিটা কার্যত স্পষ্ট। শেষ পাওয়া খবরে, বিজিপির গড় হিসেবে পরিচিত আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের চেয়ে প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা একেবারে শেষে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে গেরুয়া শিবির। বিজেপির দুরবস্থার পরই রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে নিচুতলার নেতা-কর্মীরা।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version