আবারও ধাক্কা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। করোনায় (Corona) আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ (Mitchell Marsh)। ভর্তি করানো হল হাসপাতালে। সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানান হল, দিল্লি দলের বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত, তাদের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।
জানা যাচ্ছে, সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে তাদের। তবে দিল্লির বাকি ক্রিকেটারদের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে।
দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানান হয়, “মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে দেওয়া হয়েছে। দলের চিকিৎসকরাও তাকে পর্যবেক্ষণে রেখেছেন।”
ইতিমধ্যেই ঋষভ পন্থদের হোটেলের ঘরের বাইরে বেরোতে না করা হয়েছে। মঙ্গলবার ফের একবার তাঁদের আরটিপিসিআর পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে বুধবার দিল্লি-পাঞ্জাব ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
আরও পড়ুন:ATK Mohunbagan: আবাহনী ম্যাচ নিয়ে সতর্ক বাগান কোচ জুয়ান ফেরান্ডো