Monday, August 25, 2025

৫২ দিন পার, এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া, ইউক্রেনে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

Date:

৫২ দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। একনাগাড়ে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপরে। রাশিয়ার আক্রমণে কার্যত শ্মশানভূমিতে পরিণত হয়েছে ইউক্রেন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে একটাও স্কুল বাড়ি আস্ত নেই। স্টেডিয়াম নেই । সিনেমাহল নেই। বসতবাড়ি নেই । বাজার নেই। শপিংমল নেই। সমস্ত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে।

তবে এই ধ্বংসলীলায় মধ্যেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে ব্রতী হয়েছে ইউক্রেনের শিক্ষামন্ত্রক। লিভ-সহ বেশ কয়েকটি শহরে যেখানেই ধ্বংসলীলার মাত্রা কিছুটা কম সেখানে অনলাইন ক্লাস শুরু করেছে ইউক্রেনের শিক্ষা মন্ত্রক। যত বেশি সংখ্যক পড়ুয়া ওই অনলাইন ক্লাস গুলিতে যোগ দিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে ইউক্রেন শিক্ষা মন্ত্রকের তরফে। এজন্য প্রতিটি শহরে প্রচার চালাচ্ছে তারা । ক্ষেপণাস্ত্র হানা ও মৃতদেহের ধ্বংসস্তূপের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করতে চলেছে।

এদিকে পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও পিছিয়ে থাকতে চাইছে না ইউক্রেন। সামনেই কাতার ফুটবল বিশ্বকাপ। সেখানে সুযোগ পেতে প্রাণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেনের খেলোয়াড়রা। ইতিমধ্যেই ইউক্রেন পৌঁছে গিয়েছে কোয়ালিফায়ারের প্লে অফেও।সামনেই স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে, নিজের দেশে ফুটবল প্র্যাকটিস করার মতো কোনও মাঠ আর নেই। সবকিছুই রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই নিজের দেশ ছেড়ে স্লোভেনিয়ায় প্রস্তুতি সারতে যেতে হচ্ছে ইউক্রেনের খেলোয়াড়দের।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version