Monday, May 19, 2025

আজ ডিরোজিওর স্মরণ অনুষ্ঠানে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সুস্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে। সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

আরও পড়ুন:বিরোধীদের তোপ দেগে নাড্ডার খোলা চিঠি, পাল্টা আক্রমণ কুণালের

বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই দীর্ঘ ৪০ মিনিট সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা সহ নানান বিষয় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সেখানেই৷ এই সাংবাদিক সম্মেলন নিয়েও মত বিরোধ তৈরি হয় রাজ্যপাল ও স্পিকারের মধ্যে।




Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version