Saturday, August 23, 2025

আজ ডিরোজিওর স্মরণ অনুষ্ঠানে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সুস্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে। সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

আরও পড়ুন:বিরোধীদের তোপ দেগে নাড্ডার খোলা চিঠি, পাল্টা আক্রমণ কুণালের

বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই দীর্ঘ ৪০ মিনিট সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা সহ নানান বিষয় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সেখানেই৷ এই সাংবাদিক সম্মেলন নিয়েও মত বিরোধ তৈরি হয় রাজ্যপাল ও স্পিকারের মধ্যে।




Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version