Sunday, November 9, 2025

গরমের দাবদাহে পান্তাভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সঙ্গে পোস্তর বড়া হলে মন্দ হয় না। গ্রাম বাংলায় এখন তাপমাত্রার তীব্রতা থেকে খানিকটা স্বস্তির জন্য দু’বেলাই পান্তাভাত চেটেপুটে খাচ্ছেন বঙ্গবাসী। তা বলে এই পদ যদি ক্রিকেটার বিরাট কোহলির হেঁশেলে দেখা যায়, তাহলে সত্যিই অবাক হতে হয়।তবে অবাক হওয়ার কিছু নেই। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করার আগে একটু একটু করে বাঙালি হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা। তাই পান্তাভাত খেয়ে জোর ফেরাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন:নববর্ষের আনন্দ-ধারা ….”ঠাকুর বাড়ির সাজ”

মেয়ে হওয়ার পর পুরোদমে কাজে ফিরেছেন অনুষ্কা শর্মা। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। তাই বেশি করে দৌঁড়ঝাঁপও করতে হবে। তাই পান্তাভাত খেয়ে শরীরে জোর ফেরাচ্ছেন অনুষ্কা।

সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা খাওয়ার ছবি পোস্ট করেন অনুষ্কা। খেতেও সুস্বাদু তা ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অভিনেত্রীকে বাঙালি সাধারণ পদ খেতে দেখে খুশি ভক্ত ও অনুরাগীরা। তাই কমেন্টের বন্যা বইয়ে দিলেন নেটাগরিকরা।


নদিয়ার চাকদহের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে হরেক বাধার সঙ্গে সঙ্গে লড়াই করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তোলা অনুষ্কার কাছে বড় চ্যালেঞ্জ। তাই কোনও দিক থেকেই খামতি রাখছেন না অভিনেত্রী।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version