Thursday, November 6, 2025

কলকাতায় থেকেও বৈঠকে ডাক পেলেন না, সুকান্তদের বিরুদ্ধে নালিশ ঠুকতে দিল্লি যাচ্ছেন লকেট

Date:

বঙ্গ বিজেপি এখন টুকরে টুকরে গ্যাং। গোষ্ঠীবাজি চরমে। রাজ্যে সদ্যসমাপ্ত দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনে চরম ভরাডুবির পর সেই অন্তর্কলহ আরও প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে আগামিকাল, বুধবার বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন নেতাকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

অন্যদিকে, ব্যাক-টু-ব্যাক দুটো টার্মে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়া লকেট চট্টোপাধ্যায় বেশ কয়েক মাস ধরে বঙ্গের গেরুয়া শিবিরে একঘরে। তিনিও বুধবার সকালে দিল্লি করে যাচ্ছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে।

আজ, মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলা সদর দপ্তরে “ড্যামেজ কন্ট্রোল” বৈঠকের আয়োজন করা হয়। যেখানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা ডাক পেলেও ব্রাত্য ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। লকেটের দাবি, এদিন তিনি কলকাতায় থাকা সত্ত্বেও এই বৈঠকের বিন্দুবিসর্গ জানতেন না, এমনকি তাঁকে কেউ ডাকেওনি। আসলে একুশের নির্বাচনের পর থেকে লাগাতার ব্যর্থতার জন্য লকেট চট্টোপাধ্যায় আত্মবিশ্লেষণ ও সমালোচনা তত্ত্ব খাড়া করেছিলেন। আর তাতে গোঁসা হয়েছিল সুকান্ত মজুমদার গোষ্ঠীর। তাই লকেটকে তাঁরা একঘরে করে রাখার কৌশল নিয়েছেন।

এদিনের বৈঠকে ডাক না পাওয়া প্রসঙ্গে অভিমানী লকেট জানাচ্ছেন, ”আজ আমি কলকাতায় আছি কিন্তু বৈঠকের বিষয়ে কিছুই জানি না। আমার কাছে কোনও ইনফরমেশনই নেই। আমি জানিও না।”

লকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার সকালে দিল্লির উড়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানেই বিষয়টি উত্থাপন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: বিভিন্ন দেশের প্রতিনিধিরা আগেই এসে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version