Monday, November 3, 2025

Qatar World Cup: ফুটবল বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানের জন‍্য বিশেষ সুবিধা আনল কাতার

Date:

২১ নভেম্বর থেকে কাতারে ( Qatar) শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (World Cup)। তার জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে কাতারে। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপ দেখার জন‍্য ইতিমধ্যেই কাতারে যাওয়ার প্রস্তুতিতে ব‍্যস্ত ফুটবলপ্রেমী সমর্থকেরা। টিকিটের দাম কম হওয়ায় ভারত (India) থেকে ভালই সাড়া পাচ্ছে কাতার। এরই মধ‍্যে খুশির খবর ভারত-পাকিস্তান-ইরানের জন‍্য। ফুটবল বিশ্বকাপের আগে ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকদের জন্য ভিসা নিয়মে বড় বদল আনল কাতার। কাতারে পৌঁছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবার অনেক সুবিধা হবে এই তিন দেশের নাগরিকদের।

এই নিয়ে এদিন কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে কাতারে যাওয়ার পরে বিনামূল্যে পর্যটন ভিসা পেতে পারবেন ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকরা। এক্ষেত্রে প্রাথমিক ভাবে একমাসের জন্য ভিসা দেওয়া হবে। পরে অবশ‍্য সেই ভিসার সময়সীমা বাড়িয়ে ৬০ দিন করা যেতে পারে বলে জানান হয়।

তবে এক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই ভিসা পেতে গেলে আগে থেকে সেখানকার কোনও হোটেলে বুকিং থাকতে হবে। সেই বুকিং একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। সেই সঙ্গে সে দেশে যাওয়া ব্যক্তির কাছে বৈধ পাসপোর্ট ও দেশে ফেরার টিকিট থাকতে হবে। এই নথি দেখালেই বিনামূল্যে মিলবে ভিসা। এছাড়াও করোনার নানাবিধি মানতে হবে।

২১ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের টিকিটের দাম আইপিএলের কিছু অংশের টিকিটের থেকে কম দাম হওয়ায় ইতিমধ্যেই ভারত থেকে ভাল সাড়া পেয়েছে বলে জানিয়েছে বিশ্বকাপের আয়োজকরা।

আরও পড়ুন:Rajasthan Royals: চ‍্যাহালই ম‍্যাচের রং পাল্টে দিয়েছে, কেকেআরের বিরুদ্ধে জয়ের পর বললেন রাজস্থান অধিনায়ক

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version