Wednesday, August 27, 2025

হনুমান জয়ন্তীর(Hanuman Jayanti) শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির(Delhi) জাহাঙ্গিরপুরী(Jahangirpuri) এলাকায় হিংসার ঘটনায় এবার এলো বাংলা যোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উঠে এলো বাঙালির নাম, এদের একজন সুখেন সরকার ও অপর জন সুরেশ সরকার। এর পাশাপাশি ঘটনার অন্যতম অভিযুক্ত মহম্মদ আসলামের বঙ্গ-যোগের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এই আসলাম হলদিয়ার ডোকারের বাসিন্দা। পাশাপাশি আরও দুই অভিযুক্ত সোনু শেখ ও আনসার শেখও হলদিয়ারই(Haldia) বাসিন্দা।

জানা গিয়েছে, সোনু ও আসলাম হলদিয়ার ধনী পরিবারের সন্তান। তার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে গুলি চালানোর। করোনা ও লকডাউনের সময়ে সে হলদিয়াতে ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের দাঙ্গায় তার নামে এফআইআর(FIR) দায়ের হয়। যদিও আসলামের পরিবারের তরফে জানানো হয়েছে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। সকল অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশের ১৪ টি তদন্তকারী দল। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে বাংলাতেও আসতে পারেন তদন্তকারীরা।

আরও পড়ুন:উপনির্বাচনে গোহারার পর ফের বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন নিয়ে সরব তথাগত

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। অপর গোষ্ঠীর আবার দাবি, শোভাযাত্রা থেকেই স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালানো হয়, মসজিদে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। জানা গিয়েছে, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই ঘটনাতেই এবার মিলল বাংলা যোগ।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version