Thursday, May 8, 2025

শাহবাজের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বিলাওয়াল ভুট্টো

Date:

প্রধানমন্ত্রী পদে বসার পর যত দ্রুত সম্ভব মন্ত্রিসভা সাজিয়ে নেওয়ার পথে হাঁটলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক মন্ত্রিসভায় এবার বিদেশমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন পাকিস্তান পিপলস পার্টির(PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো(Bilawal Bhutto)। পাশাপাশি হিনা রব্বানি খারকে(Hina Rabbani Khar) উপ-বিদেশমন্ত্রী করা হতে পারে বলে জানা গিয়েছে।

পাক সংবাদমাধ্যম সূত্রের জানা গিয়েছে, বিরোধী দলের তরফে জোট বেধে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর জোটের শর্ত অনুযায়ী সব বড় মন্ত্রক পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) মধ্যে ভাগ করা হবে। জানা যাচ্ছে পিএমএল-এন অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্রর মতো সমস্ত বড় মন্ত্রকগুলি রাখবে। অন্যদিকে বিদেশ ও মানবাধিকার মন্ত্রক পাবে পিপিপি। যদিও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো শুরুতে বিদেশমন্ত্রকের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। যদিও পরে এই দায়িত্ব নিতে সম্মত হন তিনি। এবং তাঁর ডেপুটি হিসাবে দায়িত্ব নেবেন সেদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি। এবং শর্ত অনুযায়ী, বিলাওয়াল ভুট্টো বিদেশ মন্ত্রকের সমস্ত বড় কাজ দেখাশোনা করবেন এবং বিদেশ সফর যাবেন। অন্যদিকে হিনা রব্বানি খার পররাষ্ট্র বিদেশ প্রতিদিনের কাজ দেখাশোনা করবেন। উল্লেখ্য, কয়েক বছর আগে বিলাওয়াল ভুট্টো ও হিনা রব্বানি খারের মধ্যে প্রেমের নানা গল্প শোনা গিয়েছিল পাক সংবাদমাধ্যমের তরফে। প্রসঙ্গত ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের সর্বকনিষ্ঠ এবং সর্বপ্রথম মহিলা বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব পান হিনা। তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর। এই বয়েসেই এবার বিদেশমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন বিলাওয়াল ভুট্টো।




Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version