Wednesday, May 7, 2025

আদালতে বেফাঁস মন্তব্য, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়া নির্দেশ বিচারপতির

Date:

আদালত তথা বিচারপতির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হল আনিস খানের (Anis Khan) বাবা সালেম খান (Salem Khan)কে। সোমবার, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) বেঞ্চে আনিস হত্যা মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি না বসায় মামলাটি পিছিয়ে যায়। ঘটনায় সালেম খান আদালতকে অবমাননা করে মন্তব্য করেন বলেন অভিযোগ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথাতেই শুনানি হয়নি। এই কথায় ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, আনিসে বাবার যদি আদালতের উপর আস্থা না থাকে, তবে তিনি এই মামলার বিচারের কাজ থেকে সরে যেতে পারেন।

বেগতিক বুঝে আসরে নামেন আনিসের বাবার পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)। তিনি বিচারপতিকে মামলা না ছাড়ার অনুরোধ করেন। তাঁর কথায়, সালেম এক জন সাধারণ মানুষ। পুত্রশোকে মানসিক ভাবে বিধ্বস্ত। তিনি উচ্চশিক্ষিত বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আইনের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেন বিকাশরঞ্জন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিচারপতি রাজাশেখর। তিনি বলেন, মামলাকারীর মন্তব্য আদালত অবমাননার সামিল। এরপর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee) বিচারপতিকে বলেন, মামলাকারীর এমন মন্তব্য অভিপ্রেত নয়। কিন্তু দয়া করে বিচারপতি যেন মামলা ছেড়ে না দেন। এরপর মামলা শুনতে রাজি হন বিচারপতি রাজাশেখর। তবে আনিসের বাবাকে হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে জানান বিচারপতি।

আরও পড়ুন:ব্যবসায়িক বিবাদেই বাঁশদ্রোণীতে গুলি! চিকিৎসাধীন ২ গুলিবিদ্ধ, আটক ৫

আনিস খানের মৃত্যুর তদন্ত এদিন মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট জমা দেয় সিট (SIT)। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় ফরেনসিক দলের রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেন। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।




Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version