ফের ফিরতে চলেছে কি করোনা (Corona) ভাইরাসের দাপট? চতুর্থ ঢেউ কি আসন্ন? মাস খানেকের জন্য একটু স্বস্তি দিয়ে আবার স্বমহিমায় করোনার(corona) প্রত্যাবর্তন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক লাফে অনেকটাই বাড়ল কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা।
করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার একমাত্র উপায় ভ্যাকসিন নেওয়া। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৯০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে।