দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্ত হওয়া চার ধর্ষণকাণ্ডের রিপোর্ট পেশ আদালতে

মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডের রিপোর্ট  রাজ্যের তরফ থেকে পেশ করা হল  আদালতে । কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে এই তদন্ত হয়েছে।

 এই চার ধর্ষণকাণ্ড নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ১২ এপ্রিল চারটি মামলার একসঙ্গে শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে বিশেষ তদন্তকারী দলের দায়িত্ব দেয়। সেই সঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল , তদন্তভার গ্রহণ করতে কোনও সমস্যা থাকলে দময়ন্তী সেন আদালতে জানাবেন। বুধবার ওই মামলাটির শুনানি ছিল।  তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।  দময়ন্তী সেনের তরফ থেকে তদন্তকারী আধিকারিকদের ঠিক কী কী নির্দেশ দেওয়া হয়েছে, তার উল্লেখও রয়েছে  এই রিপোর্টে। এই মামলার পরবর্তী শুনানি ২মে। ওইদিন তদন্তের পরবর্তী পর্যায়ের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করবে রাজ্য।

 

Previous articleমে মাসের প্রথম সপ্তাহে ইউরোপ সফরে মোদি, যেতে পারেন তিন দেশে
Next articleAndhra Pradesh: ৮০ জনের যৌন লালসার শিকার ১৩ বছরের কিশোরী !