Wednesday, November 5, 2025

Virat Kohli: বিরাটকে রানে ফিরতে কী পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

Date:

২২ গজে বিরাট কোহলির খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এবারের আইপিএলে ৭ ম্যাচে খেলে ১৯.৮৩ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট। শুধু তাই নয়, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর এক লজ্জার কীর্তি গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রেকর্ড বই বলছে, সব ধরনের ক্রিকেট মিলিয়ে শেষ ১০০ ম্যাচে কোনও সেঞ্চুরি আসেনি কিং কোহলির ব্যাট থেকে!

২০১৯ সালের ২২ নভেম্বর ইডেনের গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তারপর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ান ডে, ২৫টি টি-২০ এবং ৩৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

এই পরিস্থিতিতে বিরাটকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের বক্তব্য, ‘‘বিরাট টানা খেলে মানসিকভাবে বিধ্বস্ত। ওর মাথা কাজ করছে না। যদি কারও ছুটির প্রয়োজন হয়, তাহলে সেটা বিরাটের। এই বিরতি দু’মাসের হোক কিংবা দেড় মাস। ইংল্যান্ড সফরের আগে হোক বা পরে। সোজা কথাটা হল বিরাটের একটা বিরতি ভীষণভাবে প্রয়োজন।’’ শাস্ত্রীর বাড়তি সংযোজন, ‘‘ওর মধ্যে এখনও ৫-৬ বছরের ক্রিকেট বাকি রয়েছে। মানসিক ক্লান্তির কারণে সেটা নিশ্চয়ই ও খোয়াতে চাইবে না।’’

এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, ‘‘কোনও ক্রিকেটারকে দিয়ে যদি জোর করে কিছু করানো হয়, তাহলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়তে বাধ্য। বিরাট যদি টানা খেলতে থাকে, তাহলে ওর পারফরম্যান্স আরও খারাপ হবে।’’ এই বিষয়ে শাস্ত্রীর সঙ্গে একমত ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেনও। তাঁর বক্তব্য, ‘‘বিরাট কোহলির উচিত ছ’মাসের জন্য ক্রিকেট বুট তুলে রাখা।’’

আরও পড়ুন- নোংরা রাজনীতি করতে গিয়ে দেউচা-পাচামিতে আদিবাসী গ্রামবাসীদের তাড়া খেলেন শুভেন্দু-অধীর

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version