Thursday, May 15, 2025

উপত্যকায় বড় সাফল্য: যৌথবাহিনীর অভিযানে উপ্ত্যকায় খতম লস্কর কমান্ডার ইউসুফ

Date:

উত্তপ্ত ভূস্বর্গের মাটিতে ফের একবার বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী(Security Person)। জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার(Laskar i Taiba) কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। আর সেই অভিযানেই মেলে সাফল্য।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বদগাম জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা এলাকায় একটি গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গোপন অভিযান চালায় যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে ও পিছু হটবার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী প্রায় ১ ঘন্টা দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর ইউসুফের। তার সঙ্গে আরও এক লস্কর জঙ্গি মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। জারি রয়েছে গুলির লড়াই।

আরও পড়ুন:ধানতলাকাণ্ডে প্রথম-দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণ-খুনের

বিজয় বলেন, ‘‘ইউসুফের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষকে খুনের অন্তত ১৪টি মামলা রয়েছে।’’ এর মধ্যে রয়েছে গত মার্চে বদগামে এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) মহম্মদ ইশফাক দার এবং তাঁর ভাই ওমরকে খুনের ঘটনা। গত মাসেই মহম্মদ সামির মোল্লা নামে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান এবং তাগামুল মহিদিন নামে বদগামের এক গ্রামবাসীকেও ইউসুফ খুন করেন বলে অভিযোগ। এ ছাড়া গত বছর কাশ্মীর উপত্যকায় কয়েক জন পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনাতেও উঠে এসেছিল ওই লস্কর কমান্ডারের নাম।




Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...
Exit mobile version