Saturday, November 15, 2025

Murder: ঠাকুমাকে খুন নাবালক নাতির ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

হোক না পাড়াতুতো কিন্তু ঠাকুমা নাতির স্নেহের সম্পর্ক তো, তাহলে খুন কেন? বাগুইআটির (Baguihati) অর্জুনপুর পশ্চিমপাড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঠাকুমাকে(Grandmother) খুন করার অভিযোগে গ্রেফতার নাবালক নাতি(Grandson)।

মৃতার নাম সরস্বতী সরকার(Saraswati Sarkar) , বয়সের ষাটের কিছু বেশি।বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন তিনি। ছেলে ছাড়া আপন বলতে কেউ ছিল না তাঁর।পাশেই অভিযুক্ত নাবালকের বাস। বাবা ও মায়ের সঙ্গেই থাকত সে।পড়াশোনার ফাঁকে কিছুটা সময় পেলে দিব্যি একছুটে ঠাকুমার বাড়ি। একসঙ্গে টিভি দেখা, গল্প করা কিংবা খাওয়া দাওয়া, আনন্দেই সময় কাটত দু’জনেই। কিন্তু হঠাৎ কী হল? সেই পড়শি ঠাকুমাকেই খুনের অভিযোগে গ্রেফতার নাবালক। তবে কী কারণে ঠাকুমাকে খুন করল সে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধেতেও ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিল নাবালক। কিছুক্ষণ পর বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরের দৃশ্য দেখে হতবাক তাঁরা। রক্তমাখা ছুরি হাতে বাড়ি থেকে বেরিয়ে আসছে নাবালক। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর গলা দিয়ে রক্ত ঝরছে।শেষ আর্তনাদে ঠাকুমা আঙুল তোলেন নাতির দিকেই। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

প্রতিবেশীরা তড়িঘড়ি বাগুইআটি থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে। কিন্তু আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  খুনের অভিযোগে ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের প্রশ্নের জবাবে নিরুত্তর নাবালক, মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version