গত ২ মাস ধরে ইউক্রেনের মাটিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। রক্তক্ষয়ী এই যুদ্ধে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে সাজানো গোছানো ইউক্রেনের(Ukraine) শহরগুলি। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে হাজার হাজার ইউক্রেনীয়র। এই তালিকায় শিশুর সঙ্খ্যাও নেহাত কম নয়। সম্প্রতি যে তথ্য প্রকাশ্যে এসেছে তা ভয় ধরানোর জন্য যথেষ্ট।

ইউক্রেন সরকারের তরফে দাবি করা হয়েছে, রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত ইউক্রেনে ৫৯৪ জন শিশুর উপর ভয়ঙ্কর প্রভাব পড়েছে। যার মধ্যে ২০৮ জন প্রাণ হারিয়েছে। গুরুতরভাবে জখম হয়েছে ৩৮৬ জন। রাশিয়ার হামলায় এভাবে শয়ে শয়ে শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন:জাহাঙ্গিরপুরীতে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এরপর থেকে গত ২ মাসে নির্বিচারে রাশিয়ার একের পর এক শহরে গোলাবর্ষণ চালিয়ে গিয়েছে রাশিয়া। জমেছে লাশের পাহাড়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যুদ্ধবিধ্বস্ত মারিউপোল শহরের বিভিন্ন স্কুলের মাঠে মৃতদেহ সৎকার পর্যন্ত করতে হয়েছে ইউক্রেনীয় প্রশাসনকে। পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনে রুশ হামলার পর থেকে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছে লক্ষাধিক শিশুও।
