জম্মুতে মোদির সভাস্থলের একটু দূরেই বিস্ফোরণ, ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভূস্বর্গ সফরের আগেই আবার ভয়াবহ বিস্ফোরণ জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। রবিবার মোদির সভাস্থলে থেকে ১২ কিলোমিটার দূরে এই বিস্ফোরণের খবর মেলে। ফলে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

৩৭০ ধারা উঠে যাওয়ার পর প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, জম্মুর (Jammu and Kashmir) বিশনার লালিয়ানায় মাঠের মধ্যে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ (Police) আধিকারিকরা। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাজ কিংবা উলকা পড়েই মাঠের বিরাট একটি অংশ গর্ত হয়েছে। তবে মোদির সফরের আগেই এমন বিস্ফোরণ ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমন বিস্ফোরণের ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: যোগীরাজ্যে পরপর নৃশংস গণহত্যা, প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবেই আজ, রবিবার জম্মু- কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন একাধিক ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। এছাড়া জল সংকট মেটাতে বিশেষ প্রকল্প ‘অমৃত সরোবরে’র উদ্বোধন করবেন তিনি। এরপর সাম্বা জেলার পল্লি পঞ্চায়েতেও যাওয়ার কথা রয়েছে মোদি।




Previous articleযোগীরাজ্যে পরপর নৃশংস গণহত্যা, প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
Next articleবাইরে বের হতে গেলে লাগবে সাদা রিবন, না থাকলেই গুলি! মারিউপোলবাসীকে নির্দেশ রাশিয়ার