যুদ্ধ থামার কোনো লক্ষ্মণ নেই। মাস দুয়েক নাগাড়ে লড়াই চালিয়ে গেলেও ইউক্রেনের রাজধানী কিভ এখনও অধরা রাশিয়ার কাছে। এই অবস্থায় রবিবার সকাল থেকে চতুর্গুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপরে হামলা চালাল রাশিয়ার সেনা । একযোগে কিভ, খারকভ, ডোনেৎস্ক এবং ওডেসায় চলছে লাগাতার গোলাবর্ষণ। জানা গিয়েছে কৃষ্ণসাগরের বন্দর শহর ওডেসায় রুশ গোলায় মৃত্যু হয়েছে ৮ জনের। আর মৃতদের মধ্যে রয়েছে একটি তিন মাসের শিশুও। এই ঘটনা জানতে পেরে যারপরনাই ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।