এসএসসি: ভুয়ো নিয়োগ বাতিল করে, তালিকা থেকে যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু

এসএসসি  গ্রুপ ডি এবং নবম-দশমে  যে সমস্ত নিয়োগ ভুয়ো বলে অভিযোগ উঠেছে সেগুলিকে বাতিল করা  হবে। আর তালিকায় নাম থাকা যোগ্য প্রর্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।  ইতিমধ্যেই  এই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের শিক্ষা দফতর।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নবান্ন স্পষ্ট নির্দেশ দিয়েছে  যদি  এসএসসি নিয়োগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা শুধরে নিয়ে চিহ্নিত করা হোক।  আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে ভুয়ো নিয়োগের জায়গায় যোগ্যদের নিযুক্ত করা যায় তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে শিক্ষা দফতর প্রাথমিক সমীক্ষা শেষ করে নবান্নকে বিস্তারিত জানিয়ে দেবে। আগামী ১৩ মে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসএসসি গ্রুপ ডি এবং নবম-দশমে নিয়োগ মামলার শুনানি। নবান্ন চাইছে তার আগেই ভুয়ো নিয়োগ বাতিল করে যোগ্যপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে।