Tuesday, August 26, 2025

পায়ের যাদুতে অবাক করছে রিষড়ার ভাইবোন অমৃত-অনন্যা, মন্ত্রমুগ্ধ স্থানীয়রা

Date:

সুমন করাতি, হুগলি

অমৃত আর অনন্যা- দুই ভাইবোন। ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র অমৃতর বয়স মাত্র এগারো। আর ২য় শ্রেণিতে পাঠরত বোনের বয়স মেরেকেটে সাত। কিন্তু এই বয়সেই ভাই-বোনের ফুটবল স্কিল দেখলে সাধারনের চোখ ছানাবড়া। অমৃত এই বয়সেই টেনিস বল দু’পায়ে শতাধিকবার নাচাতে পারে। স্বাভাবিকভাবেই ফুটবল না চাইলে মাটিতে পড়ে না। অনন্যাও কম যায় না। ভাই-বোনের ড্রিবলিং দেখলে যে কেউ চমকে যাবে।

আরও পড়ুন: আপাতত বিক্ষোভ উঠল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে



রিষড়া(Rishra) সিদ্ধেশ্বর কালীতলার দম্পতি অনিল ও বেবী শর্মার (Anil Sharma- Baby Sharma) সন্তান অমৃত ও অনন্যা (Amrit-Ananya)। অনিল ছোট ব্যাবসায়ী। মাঠপ্রেমী অনিল স্থানীয় অ্যাথলেটিক্সে বহু পুরস্কার ঘরে তুলেছেন। ফুটবলটাও খারাপ খেলতেন না। কিন্তু জীবনসংগ্রামের পথে খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই তিনি চান বর্তমান মোবাইলে চোখ রাখা যুগে নিজের ছেলে-মেয়ে ফুটবল খেলেই বড় হোক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media ) একটি ভিডিও দেখে পঞ্জাবের মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি অমৃতকে ডেকে নিয়েছিল। মাস চারেক সেখানে প্রশিক্ষণও নেয়। কিন্তু কোভিড আবহে বাড়ি ফিরে আসতে হয় অমৃতকে। অভিযোগ, করোনা স্বাভাবিক হওয়ার পর পুনরায় মিনার্ভার সঙ্গে যোগাযোগ করা হলে কয়েক লক্ষ টাকা অ্যাকাডেমি দাবি করে বলে জানান অনিল। তাই সেখানে আর যাওয়া হয়নি।

দুই ভাই-বোন এখন বাড়িতে মায়ের কাছে লেখাপড়া করে। প্রশিক্ষণের জন্য বাবার সাইকেলে চেপে পৌঁছে যায় রিষড়ার লেনিন মাঠে। সেখানে বাবার কাছেই ফুটবলের প্রশিক্ষণ নেয় দুজনে। ডান ও বাঁ দুপায়েই জোরালো শট অমৃতর। মাঝমাঠ থেকে অনায়াসেই জালে বল জড়াতে ওস্তাদ সে। বোনও এই বয়সে এক শটে ফুটবল ওড়াতে পারে। অমৃত এলএম টেনের ভক্ত হলেও অনন্যার প্রিয় কিন্তু সি আর সেভেন। রোজ মেসি-রোনাল্ডো হওয়ার স্বপ্ন নিয়ে তাই লেনিন মাঠ কাঁপিয়ে চলেছে ছোট্ট দুজন।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version