Tuesday, August 26, 2025

রাস্তায় নেই বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। অত্যধিক হারে বেড়েছে জ্বালানি (Fuel)তেলের দাম। কিন্তু সেইভাবে বাড়েনি ভাড়া। তার ফলে বাস (Bus) চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। করোনা (Corona)পরিস্থিতির পর থেকে লাগাতার যেভাবে জ্বালানি(Fuel) তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তার ফলে সমস্যায় পরিবহন ব্যবস্থা (Transportation)।

হাবরা বাস ডিপোতে (Habra bus terminal)সারি সারি বাস। কিন্তু রাস্তায় সেভাবে বাসের দেখা মিলছে না। বাস ডিপোর দায়িত্বে থাকা আধিকারিকরা সেভাবে কিছু না বলতে পারলেও হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানিয়েছেন এই নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিন থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু কেন বন্ধ বাস পরিষেবা(Bus Service)?সূত্র মারফত জানা যাচ্ছে তেলের অভাবেই বাস বন্ধ। স্বভাবসিদ্ধ ভাবেই কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও বিরোধীদের কোনও মন্তব্যকে আমল দিতে নারাজ হাবরা পুরসভার (Habra Municipality) কর্তারা। হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানান বিরোধীদের কাজ শুধু সবকিছু নিয়ে বিরোধিতা করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সমস্যার সমাধানে কাজ করে চলেছে। এই পুর নির্বাচনে বিরোধীদের মানুষ ভোটাধিকার এর মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তাই বিরোধীরা এখন নানা এইসব করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

হাবরার পাশাপাশি দুর্গাপুরের (Durgapur)ছবিটাও অনেকটাই এক।সেখানকার বেসরকারি বাস মালিকদের সংগঠন জানাচ্ছে যে তাঁরা রোটেশন পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুরে আগে ২৫০ টির বেশি বাস চলত। সেই জায়গায় করোনা পরিস্থিতির পর এমনিতেই বাসের সংখ্যা কমে গেছিল। আর এখন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ঠিকমতো ভাড়া না ওঠায় বর্তমানে ১৫০-র চেয়েও কম বাস চলছে শহরের রাস্তায়। গরমের জেরে তারপর যাত্রী সংখ্যা কমেছে। ফলে বাস চালিয়ে তেল খরচ উঠছে না বলেই দাবি বেসরকারি বাস মালিকদের।

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version