Monday, August 25, 2025

বার বার তলব করার পরও সিবিআইয়ের(CBI) ডাকে সাড়া দেননি বীরভূমের তৃণমূল(TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। কারণ হিসাবে অসুস্থতার কথা তুলে ধরেছেন তিনি। এই পরিস্থিতিতে অনুব্রতর গতিবিধির উপর নজদারি চালাতে বড় পদক্ষেপ করল সিবিআই। অনুব্রতর পাসপোর্ট চাওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও অনুব্রত জানিয়ে দিয়েছেন তার কাছে কোনও পাসপোর্ট নেই। তবে কেষ্টর কথার উপর ভরসা না করে পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করল সিবিআই।

এদিকে একাধিকবার ডাকা সত্ত্বেও সিবিআই জেরার মুখোমুখি না হয়া অনুব্রত মণ্ডল সোমবার চিঠি দিয়ে সিবিআইকে জানিয়ে দেন আগামী ২১ মের পর জেরার মুখোমুখি হতে তিনি তৈরি। চিঠিতে তিনি জানিয়েছেন, ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন:Rohit Sharma: চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, আবেগঘন বার্তা রোহিতের

উল্লেখ্য, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গরু পাচার মামলায় গত শনিবার তাঁকে ষষ্ঠ বারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি গত রবিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাঁকে। দুটি ক্ষেত্রেই অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি তিনি। এরপর জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে চেয়ে শর্তসহ সিবিআইকে চিঠি দেন অনুব্রত মণ্ডল। যদিওন তাতে সন্তুষ্ট নয় সিবিআই, অনুব্রতর উপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version