Monday, August 25, 2025

শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে এসে দাঁড়াল আমেরিকা (US)। রবিবার রাতে ইউক্রেনে এসে পৌঁছন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন দুই দেশেই চলছে পবিত্র ইস্টার উৎসব। এরই মাঝে সোমবারও একের পর এক রুশ (Russia) গোলা আছড়ে পড়েছে ইউক্রেনের উপর। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকে বসেন ব্লিঙ্কেন ও অস্টিন। যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবার ইউক্রেনের রাজধানী কিভে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় আমলা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে অবশ্য আমেরিকা প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। তবে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেন সমস্যা সমাধানে ম্যাক্রোঁর সহযোগিতা চেয়েছেন। জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেছেন, এই যুদ্ধে রাশিয়া ক্রমশই পিছু হটছে। বরং ইউক্রেন সাফল্যের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন বলেছেন, তাঁরা চান রাশিয়া যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতে তারা ইউক্রেনের মত আর কোনও দেশে যাতে অভিযান না চালাতে পারে সেটা নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন যাতে গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। ইউক্রেন ও অন্যান্য দেশকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আমেরিকা আরও ৭১৩ মিলিয়ন ডলার দেবে বলেও আশ্বাস দেন অস্টিন।

আরও পড়ুন-প্রয়াগরাজের পর গোরখপুর, ফের নারকীয় গণহত্যাকাণ্ডের সাক্ষী যোগীর রাজ্য

এদিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাশিয়া (Russia) দেশের পূর্ব প্রান্তে দখলের যে চেষ্টা করে চলেছে তা ঠেকানো গিয়েছে। এদিনই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে হলেও সে দেশের বেশ কিছু শহরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। তবে আজভস্টল ইস্পাত কারখানায় আটকে থাকা সেনা ও সাধারণ মানুষকে উদ্ধারের জন্য রাশিয়া মানবিক করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও তা সেটা তারা পালন করছে না।




Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version