Saturday, May 3, 2025

রাস্তায় নেই বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। অত্যধিক হারে বেড়েছে জ্বালানি (Fuel)তেলের দাম। কিন্তু সেইভাবে বাড়েনি ভাড়া। তার ফলে বাস (Bus) চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। করোনা (Corona)পরিস্থিতির পর থেকে লাগাতার যেভাবে জ্বালানি(Fuel) তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তার ফলে সমস্যায় পরিবহন ব্যবস্থা (Transportation)।

হাবরা বাস ডিপোতে (Habra bus terminal)সারি সারি বাস। কিন্তু রাস্তায় সেভাবে বাসের দেখা মিলছে না। বাস ডিপোর দায়িত্বে থাকা আধিকারিকরা সেভাবে কিছু না বলতে পারলেও হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানিয়েছেন এই নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিন থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু কেন বন্ধ বাস পরিষেবা(Bus Service)?সূত্র মারফত জানা যাচ্ছে তেলের অভাবেই বাস বন্ধ। স্বভাবসিদ্ধ ভাবেই কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও বিরোধীদের কোনও মন্তব্যকে আমল দিতে নারাজ হাবরা পুরসভার (Habra Municipality) কর্তারা। হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানান বিরোধীদের কাজ শুধু সবকিছু নিয়ে বিরোধিতা করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সমস্যার সমাধানে কাজ করে চলেছে। এই পুর নির্বাচনে বিরোধীদের মানুষ ভোটাধিকার এর মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তাই বিরোধীরা এখন নানা এইসব করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

হাবরার পাশাপাশি দুর্গাপুরের (Durgapur)ছবিটাও অনেকটাই এক।সেখানকার বেসরকারি বাস মালিকদের সংগঠন জানাচ্ছে যে তাঁরা রোটেশন পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুরে আগে ২৫০ টির বেশি বাস চলত। সেই জায়গায় করোনা পরিস্থিতির পর এমনিতেই বাসের সংখ্যা কমে গেছিল। আর এখন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ঠিকমতো ভাড়া না ওঠায় বর্তমানে ১৫০-র চেয়েও কম বাস চলছে শহরের রাস্তায়। গরমের জেরে তারপর যাত্রী সংখ্যা কমেছে। ফলে বাস চালিয়ে তেল খরচ উঠছে না বলেই দাবি বেসরকারি বাস মালিকদের।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version