Sunday, August 24, 2025

জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

Date:

গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল কংগ্রেসে(Congress) যোগ দিয়ে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে জল্পনাই সার। বুধবার টুইট করে প্রশান্ত কিশোর(Prashant Kishor) জানিয়ে দিলেন, দলে যোগদানের প্রস্তাব দেওয়া হলেও লোভনীয় এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। তাঁর যোগদানের চেয়েও কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল সংকট থেকে বেরিয়ে আসা। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পিকের যোগ না দেওয়ার বিষয়টি এদিন কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন টুইট করে প্রশান্ত কিশোর জানান, “আমি কংগ্রেসে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমার মতে এই মুহূর্তে আমার থেকেও কংগ্রেসের যেটা বেশি প্রয়োজন, সেটা হল নেতৃত্ব এবং সাংগঠনিক খোলনলচে বদলে দলের গভীর সংকট দূর করার সদিচ্ছা।” পিকের পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে তাঁর দলে যোগ না দেওয়ার বিষয়টি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে জানান, “প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশনের পর কংগ্রেস সভানেত্রী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ দল গঠন করেছেন। কংগ্রেস সভানেত্রী প্রশান্ত কিশোরকেও দলে যোগ দিয়ে এই গ্রুপের অংশ হিসাবে বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছেন। তবে তিনি দলের জন্য যে পরামর্শগুলি দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, আমরা সেটাকে সম্মান করি।”

আরও পড়ুন:Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

তবে দলে যোগদানের বিষয়টি এতদূর গড়িয়ে যাওয়ার পর হঠাৎ পিকের সিদ্ধান্ত বদলের পিছনে রাজনৈতিক মহলের অনুমান, কংগ্রেসে যোগদানের বিষয়ে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীকে বেশকিছু শর্ত দিয়েছিলেন যা মানতে রাজি হননি সোনিয়া গান্ধী। দলে যোগ দেওয়ার জন্য প্রশান্তকে অন্য সমস্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরেও তিনি টিআরএস সুপ্রিমো কেসিআরের (KCR) সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তাঁর প্রাক্তন সংস্থা আই-প্যাক (I-PAC) টিআরএসের সঙ্গে চুক্তিও করেছে। তবে কি সেইজন্য পিছিয়ে এলেন পিকে? প্রশ্ন কিন্তু উঠছেই।




Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version