Sunday, July 6, 2025

বাবুলের শপথগ্রহণে ধনকড়ের নতুন শর্ত, রাজ্যপালের নিন্দায় সরব স্পিকার

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে বালিগঞ্জের নবনির্বাচিত।বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। সাংবিধানিক নিয়মানুসারে, শপথপাঠ সংক্রান্ত ফাইলে রাজ্যপালের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু জগদীপ ধনকড় বিধানসভার পাঠানো সেই ফাইলে সই করতে অস্বীকার করেন। এবং ফেরৎ পাঠিয়ে দেন ফাইল।

রাজ্যপালের এমন “অসংবিধানিক” আচরণের জন্য ফের ধনকড়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিধানসভার স্পিকার বিমাম বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের এমন ভূমিকার কড়া সমালোচনা করে স্পিকার বলেন, “বিধায়ককে শপথবাক্য পাঠ করানো রাজ্যপালের সাংবিধানিক দায়বদ্ধতা। তিনি নিজে করবেন, নয়ত কাউকে দায়িত্ব দেবেন। মানুষের ভোটে নির্বাচনে জিতে আসার পর দ্রুত শপথ পাঠ করানো উচিত নতুন বিধায়ককে। তা করা না গেলে বিধায়ক অনেক অধিকার থেকে সুযোগ হারাবেন এবং মানুষ এলাকার উন্নয়ত থেকে বঞ্চিত হবেন। এই শপথগ্রহণ কোনও শর্তাধীন হতে পারে না।”

বিধানসভা সূত্রে খবর, রাজ্যপাল বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সংক্রান্ত ফাইলে সই তো করেননি, বরং বিধানসভার সচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। এতদিন বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তিনি করেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে, তবেই ফাইলে সই করবেন বলে শর্ত দিয়েছেন ধনকড়। ফলে বাবুলের শপথগ্রহণে বিলম্ব হচ্ছে।

 

spot_img

Related articles

সাম্প্রাস, স্টেফিদের ঐতিহ্যের উইম্বলডনে ঋত্বিককে দেখে আপ্লুত তাঁর মা

ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু বয়স এবং কিছু বাধায় হতে পারেননি। সেই ঋত্বিক বোল্লিপালিই (Rithvik Bollipali) ভারতের হয়ে উইম্বলডনের...

রাম-বাম এক: জ্য়োতি বসুকে রাজনৈতিক শ্রদ্ধায় বুঝিয়ে দিলেন শমীক

একের পর এক নির্বাচনে ক্রমশ শূন্য থেকে মহাশূন্যের দিকে নেমে যাওয়া বামেরা যে বিজেপিতেই নিজেদের ভোট ঢেলেছেন, তা...

কাটোয়া বোমা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত সহ ধৃত ৫

কাটোয়া (katwa) বিস্ফোরণের তদন্তে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। সেই সঙ্গে এই বোমা...

রবি থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আর কিছুক্ষণ তার পরেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি- এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather)। মৌসুম ভবনও জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও...