দল যে কেউ করতে পারে, কিন্তু দুষ্কৃতীদের রেয়াত নয় : কড়া বার্তা অসিতের

0
1

দল যে কেউ করতে পারে। তাই বলে দুষ্কৃতীদের কখনোই রেয়াত নয়। এমনই মন্তব্য করেছেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে রাজ্য সকলেই তৃণমূলের সমর্থক। কিন্তু কেউ অন্যায় করলে রাজনীতির রং না দেখে তার বিরূদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঠিক সেই বার্তাই শোনা গেল দলেরই আরেক বিধায়ক অসিত মজুমদারের মুখে। অসিত বলেছেন দল সবাই করতে পারে। সবাই তৃণমূলের একনিষ্ঠ সমর্থক হতে পারে। কিন্তু তাই বলে যে যা খুশি করতে পারে। যা খুশি বলতে পারে তা তো হতে পারে না। অন্যায় করলে কাউকেই ক্ষমা নয়। কাউকেই রেয়াত নয়।  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংবাদমাধ্যমের সামনেই বলেছেন, ‘‘তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব? চোরকে ছেড়ে দেব?’’