Monday, November 10, 2025

Corona Update: ঊর্ধ্বমুখী সংক্রমণ,ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

Date:

করোনা (Corona)নিয়ে উদ্বেগ বাড়ছে, চতুর্থ ঢেউ আছড়ে পড়তে আর বেশি সময় নেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা (Corona)গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। চিন্তা বাড়িয়ে কমল দৈনিক সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের (Central Health Ministry) তরফের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা(Corona) পজিটিভ ৩৩৭৭ জন, মৃত্যু (Death)হয়েছে ৬০ জনের। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৩৯।

দেশে মহামারীর চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সমস্ত ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী দেশের কোভিড (COVID-19) গ্রাফ। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। তবে বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ বাড়ল সামান্য। যদিও একদিনে মৃতের সংখ্যা বাড়ল বেশ খানিকটা। লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ কেস। দৈনিক আক্রান্তের চেয়ে কম সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী,এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০১। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান বিচার করলে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের হার। সারা দেশে পজিটিভিটি রেট ০.৬৩ শতাংশ।


অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

পাশাপাশি দেখে নেওয়া যাক সুস্থতার হার কত? স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৬২২ জন। দেশের মধ্যে সবথেকে বেশি চিন্তার কারণ রাজধানী দিল্লি। সেখানে বৃহস্পতিবারও দৈনিক সংক্রমণ ৫ হাজারের বেশি ছিল। সারা দেশে এখনও পর্যন্ত ১৮৮ কোটি ৬৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। ইতিমধ্যেই শিশুদের (অর্থাৎ যাঁদের বয়স ৬ থেকে ১২) টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি তা কার্যকরী হবে বলেই জানা যাচ্ছে।

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version