Thursday, August 28, 2025

বিজেপির সঙ্গে সম্পর্কে ফাটল? নীতীশের তেজস্বী ঘনিষ্ঠতায় বিহার রাজনীতিতে গুঞ্জন

Date:

তবে কি বিহার(Bihar) রাজনীতিতে নয়া সমীকরণের সূত্রপাত হতে চলেছে? বিজেপির(BJP) সঙ্গে জোটের সম্পর্ক ভাঙতে চলেছেন নীতীশ কুমার? সাম্প্রতিক ঘটনাবলী অবশ্য সেই দিকেই ইঙ্গিত করছে। সম্প্রতি সম্প্রতি বিরোধী দলনেতা তেজস্বী যাদবের(Tejashwi Yadav) আয়োজিত ইফতার পার্টিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেখান থেকে সূত্রপাত হয় এই জল্পনার। এবার জল্পনায় ইন্ধন জুগিয়ে নীতীশ কুমারের(Nitish Kumar) আয়োজিত ইফতার পার্টিতে(Iftar Party) যোগ দিলেন তেজস্বী।

বিহার রাজনীতিতে এই ইফতার পার্টি জাতীয় রাজনীতিতে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে। গত সপ্তাহে তেজস্বী যাদব ইফতার পার্টির আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নীতীশ অবস্য জানিয়েছিলেন, এটা নিতান্তই সৌজন্য সাক্ষাত। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এরপর গতকাল নীতীশ কুমারের আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত হতে দেখা যায় তেজস্বীকে। গতকালের আয়োজিত ইফতার পার্টিতে তেজস্বী যাদব ও তাঁর দাদা তেজ প্রতাপ যাদবকে নিজেই স্বাগত জানাতে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। চিরাচরিত প্রথা ভেঙে উপমুখ্য়মন্ত্রীর আগে তেজস্বী যাদবকেই ‘সাফা’ দেন। অনুষ্ঠান শেষে নীতীশ ফের তাদের গাড়িতেও তুলে দিতে যান। সাধারণত মুখ্যমন্ত্রীই অনুষ্ঠান থেকে সবার আগে যান। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রমী পথেই হাঁটেন নীতীশ।

আরও পড়ুন:মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

একটা সময়ে বিহারে জোট সরকার ছিল জেডিইউ এবং আরজেডির। যদিও সেই সম্পর্ক ভেঙে বিজেপির সঙ্গে জোট বেধে সরকার গড়েন নীতীশ কুমার। এরপর দুই দলের সম্পর্ক কার্যত তলানিতে পৌছয়। তবে ২০২০ সালে বিজেপির সঙ্গে জোট বেধে নীতীশ সরকার গড়লেও ভোটের ফলপ্রকাশের পর আসন ভাগাভাগি দেখেই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সময়ের সঙ্গে সেই অসন্তোষ যে বেড়েছে, তা বিহারের রাজনৈতিক মহলে কান পাতলেই বোঝা যায়। এখন বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে নীতীশ ফের জেডিইউ-র হাত ধরতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে প্রতিবেশী রাজ্য বিহারে।




Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version